News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চাষাঢ়ায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১১:১৩ পিএম চাষাঢ়ায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সাথে ঝোলানো হয়েছে। ঝোলানো অবস্থায় উত্তেজন কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছেন। এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন অনেকে।

ঘটরার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, আমরা পরে খবর পেয়েছি। ভুক্তভোগী যুবক ও ঘটনার সাথে জড়িতদের খোঁজ পায়নি। পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

Islam's Group