১৪ দিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন আলোচিত নাসিক সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি কর্পোরেশনের এই প্রথম কোন মেয়র কোন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আলোচিত সেই আইভী এখন কেমন আছেন, জানেন না তার সমর্থক ও ভক্তরা।
দীর্ঘ ২২ বছর যাবৎ দলীয় নেতাকর্মী, সমর্থক, স্বজন ও এলাকাবাসীর সাথে সময় কাটিয়েছেন চুনকা কন্যা আইভী। রাতভর নাটকীয় পুলিশের অভিযানে গত ৯ মে ভোরে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ থেকে কাশিমপুরে কারাগারে পাঠানো হয়। ইতোমধ্যে তার আইনজীবীরা দুই বার জামিন চেয়েও নামঞ্জুর রয়েছেন। ভার্চুয়ালে নারায়ণগঞ্জ আদালতে মুখোমুখি হয়েছেন কাশিমপুর কারাগার থেকে আইভী।
জানা গেছে, আইভীর আপন মানুষ ছাড়া কাশিমপুর কারাগারে দেখা করতে পারছে না। আইভীর এক বোন ও আইনজীবীর এরই মধ্যে কাশিমপুর কারাগারে দেখা করেছেন। ন্যায় বিচার পাবেন ও সম্মানের সহিত বের হবেন বলে, জানিয়েছেন তিনি। একই সাথে সকলের কাছে দোয়া চেয়েছেন আইভী। অন্যদিকে কাশিমপুরে বন্দিদের সাথে সাক্ষাতে কঠোর নিয়ম থাকায় আইভী আস্থাভাজনরা ফেরত আসতে হয়েছে।
এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, কারাগারে আইভী (আপা) কেমন আছেন-বলতে পারছি না। প্রায় ১২/১৩ দিন যাবৎ বন্দি জীবনে রয়েছেন তিনি। কারাগারে নিয়ম অনুযায়ী রক্তের সর্ম্পক (বাবা-মা, ভাই বোন, সন্তান) ছাড়া দেখা নিয়ম নেই। আইভী (আপা) এক বোন দেখা করেছেন। তাদের ছোট ভাই উজ্জল একাধিক মামলা আসামী হওয়া দেখা করতে পারেনি।
৮ মে রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা রাতভর তার বাড়িতে অভিযানের প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :