নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেছেন, আওয়ামী লীগের সময়ে চোর, ছিনতাইকারী, কিশোরগ্যাং, চাঁদাবাজেরা একসঙ্গে থাকতে পারতো। কিন্তু এখন এটা সম্ভব না। এটা বিএনপির নেতাকর্মী যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে তাঁরা কখনই মানবে না। তাই আমি সকলকে অনুরোধ করবো অন্যায়কারী, চাঁদাবাজদের ধরে বেঁধে রাখবেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবেন। তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
২৩ মে সন্ধ্যায় মাসদাইর পাকাপুল এলাকাতে বিএনপি নেতাকর্মীদের এক প্রস্তুতি সভায় রোজেল এসব কথা বলেন। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়।
রোজেল বলেন, এবার আমরা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবো। আমাদের মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়। বিএনপিতে আদর্শপন্থী কোন কর্মকান্ড দল মেনে নিবে না। ইতোমধ্যে যারা বিচ্যুত হয়েছে দল তাদের বের করে দিয়েছে। সুতরাং এসব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
আপনার মতামত লিখুন :