News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে সরব চাঁদাবাজ চক্র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১০:৪২ পিএম জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে সরব চাঁদাবাজ চক্র

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে সারাদেশের মতো নারায়ণগঞ্জের নেতাকর্মীরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবছরের এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন তারা। তবে পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একটি চাঁদাবাজ চক্রও গড়ে উঠেছে।

এই চাঁদাবাজ চক্রটি বিভিন্ন মূলদল বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কার্ড দিয়ে চাঁদা আদায় করে যাচ্ছেন। তারা সকল পর্যায়ের ব্যবসায়ীদের কাছেই যাচ্ছেন। সেই সাথে যাদের কাছেই যাচ্ছেন তারা বিভিন্ন বিষয় বিবেচনা ইচ্ছা করে কিংবা অনিচ্ছা সত্বেও এই চাঁদা দিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্র বলছে, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আর এবছরের মৃত্যুবার্ষিকীর তাদের জন্য অন্যরকম। কারণ অন্যা বছর নানা প্রতিবন্ধতার মধ্য দিয়ে পালন করতে হতো। কিন্তু এবছর কোনো রকমের প্রতিবন্ধকতা থাকছে না। কোনো রকমের পুলিশি হয়রানি থাকছে না। ফলে এ বছর তাদের ব্যাপক আয়োজন থাকবে।

ইতোমধ্যে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ২৫ মে থেকে শুরু হয়ে আগামী ২ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারই তারাবাহিকতায় নারায়ণগঞ্জেও এসকল কর্মসূচি পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আর এসকল কর্মসূচি পালনের নাম দিয়ে এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পদধারী নেতাদের নাম ভাঙ্গিয়ে একটি চক্র ব্যাপকহারে চাঁদাবাজি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। যদিও এ বিষয়ে সরাসরি কেউ বক্তব্য দিতে রাজী না। তবে তারা নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে স্বীকার গেছেন।

তেমনি নাম প্রকাশে অনিচ্ছুক এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, গত কয়েকদিন ধরেই বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাদের নাম ভাঙ্গিয়ে অনুষ্ঠানের কার্ড দিয়ে টাকা চাচ্ছে। টাকা চাইলে না দেয়ার কোনো উপায় নেই। বাধ্য হয়েই টাকা দিতে হচ্ছে। এক পক্ষ চাইলেও কোনো সমস্যা ছিলো না। কিন্তু গত কয়েকদিন ধরেই একের পর একটি পক্ষ এসে টাকা আদায় করে যাচ্ছে।

সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর বিএনপির নেতাকর্মীদেরকে পরিবার পরিজন ছেড়ে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে তারা আন্দোলন সংগ্রামেও অংশ নিতে পারতেন না। ব্যবসা বাণিজ্যেও নানাভাবেই বাধার শিকার হয়েছেন। সব মিলিয়ে তাদের যেন স্বাভাবিক জীবন যাপন ছিলো না।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাঁ ঢাকা দিয়েছেন। এই অবস্থায় একদম খালি মাঠে রয়েছে বিএনপি। দীর্ঘদিন পর খালি মাঠে নারায়ণগঞ্জ বিএনপি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। কেউ কাউকে মানছেন না। অনেক সময় নিজেরাই নিজেদের সাথে প্রভাব আধিপত্যের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

বিএনপির নেতাকর্মীরাই যেন বিএনপির নেতাকর্মীদের প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভাব হয়েছেন। প্রতিনিয়তই নারায়ণগঞ্জের কোনো না কোনো এলাকায় কোনো না কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্ব›দ্বীতার খবর পাওয়া হচ্ছে। পাশাপাশি শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন একরকম কিন্তু অধস্তন নেতাকর্মীরা করছেন আরেকরকম।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গত ২ দিন আগে ফতুল্লা থেকে একজন আমাকে কল দিয়ে শুকরিয়া জানান। তিনি আমাকে বলেন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কার্ড ছাপিয়ে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছিল। কার্ডে নামগুলো দেখলেই বুঝবেন কারা এরা। তিনি আমাকে আরও বলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। এবার তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে না। এক ফতুল্লা বিএনপিতে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, মাদকের সঙ্গে জড়িত তাদের পরিধি এখন অনেক ছোট হয়ে এসেছে। মাত্র ৩-৪টি ওয়ার্ডকেন্দ্রীক তাদের এখন নেতৃত্ব। এই ওয়ার্ডগুলোর আপনারা যদি একটু হেঁটে যান তাহলে ওয়ার্ডগুলোতে আর সন্ত্রাসীদের চিহ্ন থাকবে না।

সবশেষ গত ১৫ মে জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার ঘটনায় বিএনপিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। সারাদিন আটক রেখে শেষ পর্যন্ত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। যে অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো সেই অভিযোগদাতা মামলা করতে রাজী না হলেও পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

একই সাথে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

তার আগে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।

Islam's Group