News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

৬ প্রকল্পে ১৬জনকে জমি অধিগ্রহণের চেক হস্তান্তর করলো ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৬:২৫ পিএম ৬ প্রকল্পে ১৬জনকে জমি অধিগ্রহণের চেক হস্তান্তর করলো ডিসি

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ৪টি উপজেলায় মোট ১৬জনকে  ৩কোটি ৭৫ লাখ ৭৩হাজার ৭১৫টাকা জমির অধিগ্রহণ মূল পরিশোধ করা হয়েছে। রোববার ২৫ মে দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উক্ত এম.আই.সি. আর চেক গুলো জমির মালিকদের হাতে তুলে দিয়েছিলেন।

বিতরণকৃত চেকের মধ্যে সদর উপজেলায় ১জনকে ৯৬ লাখ ৮১ হাজার ২৪৫টাকা, বন্দর উপজেলায় ৪জনকে  ১কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৫৭৫ টাকা, আড়াইহাজার উপজেলায় ৯জনকে ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৭৩৫টাকা, রূপগঞ্জ উপজেলার ২জনকে ৪১ লাখ ১৫ হাজার ১৫৫টাকার চেক হস্তান্তর করা হয়।

ভূমি অধিগ্রহণ কার্যালয় সূত্রে জানায়, মোট ৬টি উন্নয়ন প্রকল্পের কাজে জমি অধিগ্রহণ করেছে সরকার। সেই জমির মালিকদের অধিগ্রহণ মূল্য পরিশোধ করতে চেক হস্তান্তর করা হয়েছে।

প্রকল্প গুলো হলো, বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ি পর্যন্ত সড়ক প্রশস্ত করণ, বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ি এর অফিস ভবনসহ ফোর্সের ব্যারাক ও অন্যান্য স্থাপনা নির্মাণ, বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ, সাপার্ট টু ঢাকা(কাঁচপুর)- সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ, রাউজক পূর্বাচল ৩০০ ফুট হতে মাদানী এভিনিউ-সিলেট-মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মোট ১৬জনকে ৩ কোটি ৭৫ লাখ ৭৩হাজার ৭৩৫ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কাউকেই টাকা পেতে কোন প্রকার হয়রানির শিকার হতে হয়নি বলে তারা জানিয়েছেন।

Islam's Group