আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশসাক জাহিদুল ইসলাম মিঞা।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুউদ্দিন আহম্মেদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম, খেলাফত মজলিস, সিটি কর্পোরেশন প্রতিনিধি, আনসার, বিজিব প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :