নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার ২৫মে বিকেলে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ কেজি পলিথিন জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক রাসেল মাহমুদ এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা অনুযায়ী চিটাগাংরোডের সাহারীয়া স্টোর, বায়জিদ স্টোর ও শাওন স্টোর নামের ৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ কেজি পলিথিন জব্দ এবং সবমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :