সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ ছাত্রলীগ এবং সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেত্রী রোজনী আক্তার তুশিকে (৩৮) আট/ক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নীচতলার ফ্ল্যাট থেকে ছাত্র জনতা আট/ক করে তাকে পুলিশে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রোজনী আক্তার তুশি (৩৮)। স্থানীয়রা জানিয়েছে তুশি প্রায় ৩ মাস ধরে ২১১ মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নীচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে আটক করেছে। তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :