News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:২২ পিএম সোনারগাঁয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল 

" মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও  বিক্ষোভ মিছিল করেছেন "নয়" গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়। 

মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমানের  সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান।  

এসময় মাদক কারবারীদের সতর্ক করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা রকিব হাসান, যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বাবুল হোসেন (বিজয়),যুবদল নেতা উজ্জ্বল খাঁন,আরিফুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড সভাপতি গাজী মো: নুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিনসহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়নে মাদক নির্মূলে সোচ্চার আছি। যারা মাদক বিক্রি করে তাদের সতর্ক করে বলতে চাই। আপনারা সাবধান হয়ে যান। মাদক বিক্রি বন্ধ করুন অন্যথায় এলাকাবাসীদের নিয়ে আপনাদের কঠোর হস্তে দমন করা হবে।  

আলোচনা শেষে নয় গ্রামের এলাকাবাসীকে নিয়ে পুরো এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। 

Islam's Group