নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সমবায় মার্কেটের স্কাইনেট আইটি নামের একটি দোকানে জাল সনদ বানানোর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ২০দিনের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। অভিযানে র্যাব-১১ এবং সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবৈধ সনদ তৈরির অভিযোগ পেয়েছিলাম। পরে দোকানটিতে এসে জাল সার্টিফিকেট তৈরি করার উপযুক্ত প্রমাণ হাতেনাতে ধরতে সক্ষম হই। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :