News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

৩ জনকে আইনজীবী ফোরাম থেকে বহিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০১:৪৪ পিএম ৩ জনকে আইনজীবী ফোরাম থেকে বহিস্কার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিবকে আইনজীবী ফোরাম থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে নির্বাচন পরিচালনায় থাকা অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লাকেও আইনজীবী ফোরাম থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিস্কার করা হয়। তবে বিজ্ঞপ্তিতে সংগঠনের স্বার্থ বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার বিরুদ্ধে সংগঠনের স্বার্থ বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য পদ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়েছে।

তবে এ বিষয়ে অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব বলেন, আমরা নির্বাচন করবোই। নির্বাচন থেকে আমাদের সরানো যাবে না।

প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের নেতৃত্বাধীন প্যানেল।

এই প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সামছুজ্জামান খোকা, সহ সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক সম্পাদক শাহ আলম শামীম, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট আলী আজম, ক্রীড়া সম্পাদক শহীদ সারোয়ার, সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে শাহনাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনি গাঙ্গুলী এবং সদস্য পদে অ্যাডভোকেট আব্দুর রউম মাসুম ও অ্যাডভোকেট আনোয়ারুল আজীম।

Islam's Group