বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে দেখা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। মঙ্গলবার ২৬ আগষ্ট ঢাকা বনানী করবস্থানে প্রধান ফটকে তাদের দুইজনের সাক্ষাৎ হয়।
এটিএম কামাল জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে গিয়েছিলাম। সেখানে গাড়ীতে বসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে দেখে গাড়ি থামিয়ে করমর্দন করে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আমার ও পরিবারের খোঁজ খবর নেন।
২০২২ সালের ফেব্রুয়ারি দিকে অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসায় আমেরিকা উদ্দেশ্যে রওনা দেন এটিএম কামাল। তিন বছর পরিবার নিয়ে আবারো ফিরে আসেন এটিএম কামাল। আবারো স্ত্রী চিকিৎসার লক্ষ্যে ২৭ আগষ্ট আমেরিকা উদ্দেশ্যে রওনা দিবেন। যাবার আগে দলের প্রতিষ্ঠাতা ও তার ছোট ছেলে কবর জিয়ারত করেন।
আপনার মতামত লিখুন :