News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ নিয়ে মানববন্ধন, মহাসড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৫৯ পিএম সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ নিয়ে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নি দুর্ঘটনার বিষয়ে ভুল তথ্য দেয়ার প্রতিবাদে এবং গ্যাস লাইনের উপর বসতবাড়ি নির্মাণের প্রতিবাদের মানববন্ধন করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্বপাড়া থেকে ব্যানারসহ মিছিল নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে মোড়ে এসে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকাগামী লোকাল লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষুব্দরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করা এবং দগ্ধদের সরকারীভাবে সুচিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল কালাম, নুর হোসেন, রাসেল, সেলিম, মোঃ বশির, হুমায়ুন ও আমজাদ হোসেনসহ আরো অনেকে। 

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে হিরাঝিল রনি সিটি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের ঘটনালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা বলে আখ্যা দেয়া হয়। তবে দগ্ধদের স্বজন ও এলাকাবাসীর দাবি গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। 

Islam's Group