News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ট্রাক স্ট্যান্ডের দখল চান জাকির খান-হাসান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:৪৬ পিএম ট্রাক স্ট্যান্ডের দখল চান জাকির খান-হাসান

নারায়ণগঞ্জের বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জ ও পঞ্চবটির দুটি ট্রাক স্ট্যান্ডের দখল নিতে মরিয়া সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও মহানগর বিএনপি নেতা হাসান আহম্মেদ। এর ধারাবাহিকতায় ২০ আগষ্ট বুধবার বিকেলে পঞ্চবটি ট্রাক স্ট্যান্ডে দলবল নিয়ে উপস্থিত হন জাকির খান। অন্যদিকে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে যান হাসান আহম্মেদ।

সাধারণ ট্রাক চালক ও শ্রমিকদের দাবি, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে শুরু থেকে নিতাইগঞ্জ ও পঞ্চবটি ট্রাক স্ট্যান্ডের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সংগঠনটির নামে ও বেনামে মাসে ৮ থেকে ১০ লাখ টাকা চাঁদা উঠানো হয় পণ্যবাহী ট্রাক থেকে।

তথ্য বলছে, জাকির খানের অনুসারীদের মধ্যে মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সুজন মাহমুদ ইউনিয়নে নির্বাচন ছাড়াই নেতা হতে অপচেষ্টা চালাচ্ছেন। ২০ আগষ্ট পঞ্চবটি ট্রাক স্ট্রান্ডে সুজন মাহমুদকে সঙ্গে নিয়ে শোডাউন করেন জাকির খান ও তার সহযোগীরা।

অপরদিকে বাবুরাইল এলাকার শহীদ নামে এক বিতর্কিত ব্যক্তিকে একই সংগঠনে নেতা বানানোর চেষ্টা করছেন হাসান আহম্মেদ। হাসান আহম্মেদ তাই একই দিন জাকির খানের সাথে পাল্লা দিয়ে নিতাইগঞ্জ স্ট্যান্ডে শহীদকে নিয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।

নির্বাচনের মাধ্যমে নেতা চান শ্রমিকেরা

ট্রাক শ্রমিকদের ভাষ্য, জাকির খান ও হাসান আহম্মেদ যাদের এই ইউনিয়নে বসাতে চাচ্ছেন তারা কেউ কখনো ট্রাক চালক কিংবা নিতাইগঞ্জের শ্রমিক ছিলেন না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নাসিম ওসমান, লিয়াকত হোসেন খোকা ও আজমেরী ওসমান ট্রাক শ্রমিকদের এই সংগঠনটি নিজেদের সন্ত্রাসীদের দ্বারা দখল করিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছেন। এখনো ঠিক একই কায়দায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে বিএনপি নেতারা নিজেদের দখলে রাখতে চাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছক এক ট্রাক চালক বলেন, আমরা কোনো নেতার অধীনে থাকবোনা। ২০০৪ সালে সর্বশেষ এই ইউনিয়নে নির্বাচন হইসে। এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি। আমরা আমাদের শ্রমিকদের মধ্য থেকা কোনো নেতা এখনো পাইনি। আজমেরী ওসমানের লোক হাজী রিপনের মতো সন্ত্রাসীরা শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে প্রতিদিন চাঁদা তুলতো। এখানো এই অবস্থা চলছে। আমরা চাই দ্রæত একটা নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতা বানাবো। কিন্তু জাকির খান আর হাসান আহম্মেদরা তাদের পছন্দমতো কাউকে বসায় দিলে বুঝতে হবে এখানে তাদের স্বার্থ আছে। শ্রমিকদের সংগঠন শ্রমিকরাই চালাবে।

উল্লেখ্য যে, নিতাইগঞ্জ ও থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া প্রতিটি পণ্যবাহী ট্রাক থেকে ৪০ টাকা। লোডিং চার্জ জেলা পর্যায়ের গাড়ি থেকে ৮০০ থেকে ১০০০ টাকা। লোকাল গাড়ি ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তোলা হয়। এছাড়া, মালিক সমিতি ও শ্রমিক কল্যান ট্রাস্টের নামেও টাকা তোলা হয়। আওয়ামীলীগের গত ১৫ বছরে এই স্ট্যান্ড থেকে শ্রমিক ইউনিয়নের নামে যত টাকা তোলা হয়েছে তার কোনো হিসেব বর্তমানে কারো কাছে নেই।

Islam's Group