News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বৃক্ষ রোপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৫২ পিএম ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বৃক্ষ রোপন

প্রতি বৎসরের মত এবারও “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন সপ্তাহ শুরু হয়েছে।

২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্ক (রাসেল পার্ক) সংলগ্ন কলরব স্কুলের ছাদে ছাত্র-ছাত্রীদের বিনোদন, সু-স্বাস্থ্য গঠন ও পরিবেশ রক্ষায় বিপুল সংখ্যাক প্লাস্টিক ড্রামে বিভন্ন ফুল ও ফল-ফলাদির বৃক্ষ রোপন করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান (অতিরিক্ত সচিব) বৃৃক্ষ রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন।

তিনি বক্তব্যে পরিবেশ রক্ষা ও ছাত্র-ছাত্রীদের সু-স্বাস্থ্য গঠনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের বৃক্ষ রোপন কর্মসূচীর ভ‚য়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনহীতকর যেকোন কাজে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তিনি জনস্বাস্থ্য উন্নয়নে ও পরিবেশ রক্ষায় নগরবাসীকে বেশি বেশি গাছ লাগানো ও ছাদ বাগান করার পরামর্শ দেন এবং যাতে মশা উৎপাদন হতে না পারে সেদিকে খেয়াল রেখে টবের পানি জমতে না দিয়ে পরিষ্কার রাখার আহবান জানান।

কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক খরবের পাতার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান মাসুম ও উপদেষ্টা এওয়াই এম হাশমত উল্লাহ্ এবং নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য যথাক্রমে কুতুব উদ্দিন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, লোকমান আহম্মদ, আব্দুস সাত্তার ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন জুলু, সমাজ কল্যান সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, সহ-সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, কলরব স্কুলের অধ্যক্ষ ফাতেমা জহুরা, সাংস্কৃতিক সম্পাদ জহিরুল ইসলাম মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোড়ল, টিটুল আহম্মদ, খ.ম সুলতান, কামরুজ্জামান বাবু, ফরিদ আহম্মদ, মাহির হাসনাত রিজন এবং কলরব স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Islam's Group