News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

শহরের ৫ নাম্বার ঘাট বিসর্জনের জায়গা পরিদর্শনে জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৫০ পিএম শহরের ৫ নাম্বার ঘাট বিসর্জনের জায়গা পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এবার নারায়ণগঞ্জ শহরে ২২৪ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা সকলে পূজাকে মিলে উৎসবমুখর করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে। দেশ বিদেশ থেকে যারা আসবেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে উদযাপন করবেন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫ নাম্বার ঘাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এবার শহরের পূজামন্ডপগুলো ৫ নাম্বার ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদীতে বিসর্জন দেয়া হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উৎসবকে যেন সকলেই উৎসবমুখ পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ ও বিভিন্ন ধরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ সকলে মিলে বিসর্জনের জায়গা পরিদর্শন করেছি। 

তিনি আরও বলেন, এবার শহরের ৫ নং ঘাটে বিসর্জন দেয়া হবে। এই ঘাটে ২৫০ ফিট জায়গা রয়েছে। সকলেই যেন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বিসর্জন দিতে পারে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সকল কাজ শেষ যাবে। এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূজাকে ঘিরে হিন্দু ধর্মালম্বী সকল সম্প্রদায়ের একত্রিত হয়েছে। তারা সকলেই সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছে। তারপরও একটি গোষ্ঠী হয়তো থাকবে কিভাবে এই সুন্দর অনুষ্ঠানটি নষ্ট করা যায়। সে জন্য আমাদের সকল ধরণের তৎপরতা অব্যাহত রয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার সহ সভাপতি তিলোত্তমা দাস,  সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

Islam's Group