আর্ন্তজাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে গুলশান ২ এ অবস্থিত হোটেল আমারি'তে সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ৫ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন তার মধ্যে অন্যতম।
প্রথম ধাপে ১৯-২১ আগস্ট তিন দিনের এবং দ্বিতীয় ধাপে ১৩-১৫ সেপ্টেম্বর সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই ৬ দিনের ফেলোশিপ প্রোগ্রামে তরিকুল সুজনসহ দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন দলের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতৃবৃন্দ নেতৃত্বের যোগ্যতা, গুনাবলী, রাজনৈতিক অর্থায়ন, নির্বাচনী সংস্কার, প্রচারণা ব্যবস্থাপনা, ভোট প্রক্রিয়া ও আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। নারীর রাজনৈতিক অংশগ্রহণকেও এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রামের সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি (সিওপি) ক্যাথরিন সিসিল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মূখ্য পরিচালক ড. মো. আব্দুল আলীম প্রমুখ।
আপনার মতামত লিখুন :