নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ২৭ জানুয়ারী বিকাল ৪ টায় ২১, ও ২২ নং ওয়র্ডে পথসভা ও গণসংযোগ করে।
এই সময় উপস্থিত ছিলো বাসদ বাসদ বর্ধিত ফোরামের সদস্য ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দরের সংগঠক মুন্নি সরদার, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি বলেন, বিগত ১২ টি নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিলো কোটিপতি, দুর্বৃত্ত-ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগনের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই তো মানুষের কোন অধিকার নেই। প্রতিটি নির্বাচন আসলেই রাজনৈতিক দলসমূহ নানা প্রতিশ্রুতি দেয় আর নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণ প্রতারিত হয়। তাই অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন যেন অতীতের মতো না হয়, সেই প্রত্যাশা জনগনের।


































আপনার মতামত লিখুন :