News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

লুটতরাজ চাঁদাবাজদের বয়কট করতে গণভোটে হ্যাঁ ভোট দিবেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫১ পিএম লুটতরাজ চাঁদাবাজদের বয়কট করতে গণভোটে হ্যাঁ ভোট দিবেন

২৭ জানুয়ারি মঙলবার বাদ আসর বন্দর থানাধীন নাসিক ২১ নং ওয়ার্ডের সালেহ নগর এলাকায় শতাধিক শীতার্তদের মাঝে বন্দর থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন অসহায়দের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়। আমাদের উচিত ছিল আপানাদের বাড়িতে গিয়ে উপহার টুকু পৌছে দেওয়া।

এসময় তিনি আরো বলেন, সারাদেশে ১১ দলীয় ঐক্যজোটের ন্যায় ইনসাফের পক্ষে ব্যাপক গণজোয়ার উঠেছে। আপনারা ত্রয়োদশ নির্বাচনে লুটতরাজ চাঁদাবাজদের বয়কট করতে "গণভোটে হ্যাঁ ভোট দিবেন"। সেই সাথে ন্যায় ইনসাফের প্রেক্ষাপট সৎ ও যোগ্য ব্যাক্তিকে ভোট দেওয়ার আহবান জানান। 

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

তিনি বলেন, একটি হাদিস আছে কোন ব্যক্তি যদি দুনিয়াতে মানুষের উপকার করে, কেয়ামতের দিন আল্লাহ তাকে খুশি হয়ে নাজাত দিবেন।

এসময় তিনি ৫৪ বছরের প্রহসন ও লুটতরাজ চাঁদাবাজ রুখতে গণভোটে "হ্যাঁ" ভোট দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরীর সভাপতিত্বে সেক্রেটারি কাজী মামুনের সঞ্চালনায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে স্থানীয় জামায়াতে উপস্থিত ছিলেন।