News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

আমাদের পরিবার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকবেন : আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৭ পিএম আমাদের পরিবার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকবেন : আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি দীর্ঘ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত। আমার ও আমার পূর্ববতী পুরুষ সম্পর্কে আপনাদের ধারণা আছে। এখন আমাদের পরিবার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র অপপ্রচার চলছে। আপনাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সত্য বলতে হবে।

আমার এলাকার মানুষ আমার কাছে অনেক কিছু আশা করে বসে আছেন। আল্লাহ আমাকে আাঠারো বছর পরে আপনাদের পাশে আসার সুযোগ করে দিয়েছেন। এ জায়গাটি আমার প্রিয়। আমি দীর্ঘদিন পরে আপনাদের সকলকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বন্দর ইউনিয়নের বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে তিনি দিনব্যাপী বন্দর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের গণসংযোগ করেন।

তিনি বলেন, আজ আমরা এখানে এসেছি একটি উদ্দেশ্যে। আমাদের দেশনেত্রী মরহুমা যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের মা ছিলেন। তার জন্য আপনারা এসেছেন আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা তার জন্য দোয়া করবেন। আগামী দিনেও আপনারা আমাকে পাবেন যেভাবে চান। আমি এ এলাকার, আমরা জানি এখানে কার কী চাওয়া। আমি একজন জনগণ হিসেবে এখানে আছি৷ আপনারা এই আল্লাহ প্রদত্ত মার্কা ধানের শীষকে বিজয়ী করবেন। আপনারা জীবনের প্রথম ভোটটি ধানের শীষে দিবেন। আপনারা বুদ্ধিমান, আপনাদের প্রতি আমার আস্থা আছে। আমরা আপনাদের ভোট ধানের শীষে প্রত্যাশা করি।

আবুল কালাম আরো বলেন, আমি দীর্ঘ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত। আমার ও আমার পূর্ববতী পুরুষ সম্পর্কে আপনাদের ধারণা আছে। এখন আমাদের পরিবার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র অপপ্রচার চলছে। আপনাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সত্য বলতে হবে।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে এলাহী সোহাগ ও রাফিউদ্দিন রিয়াদ সহ বন্দর ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।