News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে নানা আয়োজন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৭:৩৯ পিএম আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে নানা আয়োজন 

২৬ অক্টোবর ‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে "আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫" উপলক্ষে ইয়ুথ লীড গ্লোবাল, ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে নারায়ণগঞ্জে জনসচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে ইউনিসেফ-এর সহায়তায়।

র‍্যালিতে ৪০ জন অংশ নেন যাদের মধ্যে ছিলেন ইয়ুথ লীড গ্লোবাল, ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাধারণ মানুষ, বিভিন্ন যুব ও সুশীল সমাজ সংগঠন, স্থানীয় এনজিও এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, নীতিনির্ধারণী মহল, পরিবেশ অধিকারকর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

র‍্যালিটি সকাল ১১ টায় ধনকুন্ডা পপুলার হাই স্কুলের সামনে থেকে শুরু করে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন তৈরির মাধ্যমে ১২ টায় শেষ হয়। এসময় সবার হাতে ছিল সিসা দূষণ প্রতিরোধমূলক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং মুখরিত ছিল ুসিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে” সহ বিভিন্ন স্লোগানে। সিসার বিষক্রিয়া প্রতিরোধ করতে সর্বস্তরে সচেতনতা বাড়ানো এবং সরকার ও নীতিনির্ধারণী মহলকে এবিষয়ে আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ করে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নিতে জোর দেওয়া ছিল অন্যতম উদ্দেশ্য। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে সিসা দূষণ বিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।  

উক্ত কর্মসূচির সভাপতি ইয়ুথ লীড গ্লোবাল এর ফাউন্ডার প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম ইফতি বলেন, সিসা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি। ক্ষতিকর অবৈধ সীসা ফ্যাক্টরি বন্ধ করতে প্রশাসনের অভিযান পরিচালনার দাবী জানান।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনকুন্ডা পপুলার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। তিনি সকলকে সিসা দূষণ প্রতিরোধে এগিয়ে আসার অনুরোধ জানান। শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন।

উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি গাজী রাকিবুল ইসলাম হিমেল, দৈনিক বজ্রধ্বনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি, ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ কমিউনিকেশন মো: রাকিবুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার জিয়াসমিন আক্তার রিভা, প্রোগ্রাম এসোসিয়েট স্নেহা রানী দাস, ইয়ুথ লীড গ্লোবাল এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম, মোঃ আরমান গাজী, সাকিব হাসান, রোহনী দাস, আব্দুর রহমান সাজিদ, কনিকা আক্তার সহ আরো অনেকে।

 

Islam's Group