News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এজিএম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:২৫ পিএম টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এজিএম

২৭ ডিসেম্বর শনিবার বাংলাদেশ টেক্সটাইলডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিওয়াইএমএ ভবনের ৫ম তলায় অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হক।

 

সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন এবং ২০২৪-২০২৫ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থিত সদস্যদের নিকট উপস্থাপন করা হলে তার উপর বিস্তারিত আলোচনা করা হয় অত:পর উপস্থাপন কর্র্তৃক বার্ষিক প্রতিবেদন এবং অডিট প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। আলোচ্যসূচী অনুযায়ী অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর সভাপতি উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সভাপতি মো. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি বলরাম সাহা, কার্যকরী পরিষদ

সদস্যবৃন্দ যথাক্রমে সানাউল্লাহ্, মো. শফিকুল করিম, মো. জসিমউদ্দিন, সুজিত রায়, সুব্রত কুমার সাহা, মো. ফারুক হোসেন, উত্তম কুমার রায়, বিশ্বজিত সাহা, মো. অহিদুর ইসলাম সহিদ ও মো. হযরত আলী সহ সম্মানিত ব্যবসায়ীবৃন্দ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group