News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:১৯ পিএম সোনারগাঁয়ে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৭ বছরের শিশু মোস্তাকিমের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার ১ সেপ্টেম্বর সকালে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের মারীখালী নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাকিম উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত শনিবার নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে সোমবার সকালে নদে ভেসে ওঠে তার মরদেহ। তিন মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে বাবা ও দাদার কাছেই থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

Islam's Group