News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৮:২২ পিএম বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে দরজা ভেঙ্গে হাসান (৩০) নামে এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টায় মধ্যে যে কোন সময়ে বন্দর থানার নবীগঞ্জস্থ জনৈক ইমরান চৌধুরী বাপ্পী মিয়ার পরিতাক্ত টিনসেড ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ রাতে দ্রæত ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ওই যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আত্মহত্যাকারী যুবকের নাম জানা গেলেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাড়ি মালিক ইমরান চৌধুরী বাপ্পী বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।

অপমৃত্যু মামলা এজাহারের তথ্য সূত্রে জানা গেছে, বুধবার ১ অক্টোবর রাত ৮টায় ভিকটিম হাসান শরীরে প্রচন্ড জ্বর অবস্থায় আমার অপমৃত্যু মামলার বাদী বাসায় এসে থাকার জন্য আশ্রয় চায়। পরে বাসার মালিক ইমরান চৌধুরী মানবিক কারনে উল্লেখিত ভিকটিমকে তার পরিত্যক্ত টিনসেড ঘরে থাকার জন্য আশ্রয় দেয়। এর ধারাবাহিকতা গত শুক্রবার ৩ অক্টোবর বিকেল ৫টায় অপমৃত্যুর মামলার বাদী ইমরান চৌধুরী বাপ্পীসহ তার পরিবারের লোকজন ফতুল্লা থানাধীন তার বোনের বাড়িতে দাওয়াতে যায়। একই তারিখ সন্ধ্যা সোয়া ৬টায় বাদীর ভাড়াটিয়া খলিল মিয়া ফোন করে বাসার মালিককে জানায় ভিকটিম মো. হাসান (৩০) পরিত্যক্ত টিনসেড রুমের ভিতর হইতে দরজা বন্ধ করিয়া তার ব্যবহৃত গামছা দ্বারা ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসলে আত্মহত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Islam's Group