News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

৭৮ কেজি গাঁজার চালানসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:৩৮ পিএম ৭৮ কেজি গাঁজার চালানসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ৭৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১ এর একটি টিম। আটককৃত আসামিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মোঃ মোস্তফার পুত্র মো. ইউসুফ (২৬)  ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র মো. তোফান রানা (২৭)।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে এনে বন্দরের মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিন্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

Islam's Group