News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত টিএইচ তোফাকে দলে ফেরালো বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত টিএইচ তোফাকে দলে ফেরালো বিএনপি

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি.এইচ তোফাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁর আবেদনের ভিত্তিতে দীর্ঘ ৪ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার ১৭ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুসারে টিএইচ তোফাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১০ আগষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টিএইচ তোফাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে গত ৬ আগস্ট রাতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী এসও এলাকা থেকে এসএম আসলাম এবং ৪নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি ছিলেন। তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিন কারাভোগের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Islam's Group