News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

কিশোরী গণধর্ষণের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৪৬ পিএম কিশোরী গণধর্ষণের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাসযাত্রী কিশোরীর সাথে সখ্যতা গড়ে বন্দরে এনে গণধর্ষণের ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি আল আমিন (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর রাত ৯টায় কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আল আমিন ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকার আবু হানিফের ছেলে। সে উক্ত ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত ২নং আসামি।

র‌্যাব-১১ এক প্রেস বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার উদ্দেশে বাসে ওঠে এক কিশোরী। পথে বাসের হেলপার রানা কথাবার্তার এক পর্যায়ে কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। যাত্রাবাড়ী না নামিয়ে তাকে কৌশলে মদনপুর এলাকায় নিয়ে যায়। পরে রানা ও সহযোগী আল আমিন কিশোরীকে বন্দরের ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল আমিনের বাড়িতে ভয়ভীতি দেখিয়ে আটক রাখে। পরে একই রাতে আরো একজন যোগ দেয় পরবর্তীতে একে একে ধর্ষণ করে। কিশোরী সুযোগ পেয়ে কিশোরী পালিয়ে স্থানীয় আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে থানায় যান। পরবর্তীতে কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। 

Islam's Group