News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা এখন কৃতিত্বের সাক্ষর রাখছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৫৬ পিএম বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা এখন কৃতিত্বের সাক্ষর রাখছে

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুড়াপাড়া গোলাম ফারুক খোকন বলেন, মানুষের আত্মা এবং মানুষের শরীর দুইটা আলাদা জিনিস। আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, এখন কেউ আছি আবার এই পৃথিবীতে কেউই থাকবো না। আমাদের আত্মাকে কেউ চেষ্টা করে ছুরি দিয়ে কাটতে পারবে না। কোনো ঝড় এটিকে যেমন উড়িয়ে নিতে পারবে না একইভাবে সমুদ্রের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। যদি আগুন জ্বালান তাহলে শরীর জ্বলবে, আত্মা জ্বলবে না। তাহলে আমার বলতে পারি, আমাদের আত্মা, মনের জোর অনেক শক্তিশালী। এই মনের জোরে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কিংবা প্রতিবন্ধী শিশু বিভিন্নকিছু করে জয় করে নিয়েছে। খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা এখন কৃতিত্বের সাক্ষর রাখছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রুপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সহায়কদ্রব্য বিতরণ কর্মসূচিতে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Islam's Group