News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জেলা-মহানগর কমিটি না থাকা সত্বেও ছাত্রদল থেমে নেই : রাজীব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১০:৪৭ পিএম জেলা-মহানগর কমিটি না থাকা সত্বেও ছাত্রদল থেমে নেই : রাজীব

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রথম থেকে তার রাজনৈতিক গতিপথ বা দ্বারায় তারুণ্যকে নিয়েই রাজনীতি করতে চায়, এবং তারুণ্য নির্ভর রাজনীতি করে। সারা বাংলাদেশে তারুণ্যদের নিয়ে বিশেষ পোগ্রাম হচ্ছে। স্বাস্থ্য, পরিবেশ আবার কখনো আগামীর বাংলাদেশকে তারুণ্য কেমন দেখতে চায় এসব বিষয়ে। দেশে যে অভ্যুত্থান হয়েছে তা তারুণ্যপর দ্বারাই। এ কারণে জনাব তারেক রহমান চায় কিভাবে তারুণ্যের সাথে সংযুক্ত থাকা যায় এবং তাদের মনমানসিকতা বুঝে কিভাব রাজনীতি করা যায়। আমাদের দল বিএনপি কি ভাবে, সেই ভাবনাটা তারুণ্যের কাছে ছড়িয়ে দেওয়া। আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর ছাত্রদলের কোনো কমিটি নেই। তবে, কমিটি না থাকলেও আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা আদর্শিক রাজনীতি করি, সেক্ষেত্রে আমরা কমিটি পাওয়া না পাওয়ার জন্য রাজনীতি থামিয়ে রাখিনি। তবে কমিটি থাকলে কাজকে ফুটিয়ে তোলা সম্ভব হয়। আর কমিটি না থাকলে তা কষ্টসাধ্যে পরিনত হয়। দল আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে আমরা তা পালন করে আসছি। আগামী ২৮ মে'র তারুণ্যের সমাবেশের জন্য নারায়ণগঞ্জ ছাত্রদলের প্রতিটি ইউনিটকে জানিয়ে দিয়েছে। সবাই প্রস্তুতি নিচ্ছে। তবে, তো আমাদের কমিটি নাই সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো অথরিটিও নাই। তবুও আমরা ব্যাপক জনবল নিয়ে পোগ্রামে উপস্থিত থাকবো।

এই তারুণ্যের প্রোগ্রামে নিজেদের শক্তির জানান দিতে চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শক্তির জানান দিতে চাই এটা ভুল ধারণা।আমাদের সঙ্গে আগে থেকেই মানুষ যুক্ত থাকতে চেতো।এখন যেহেতু আমাদের একটা ভালো পরিবেশ এর আগেও আমাদের সঙ্গে মানুষ মিশতে চাইতো, আসতে চাইতো, আমাদের পোগ্রামে যেতে চাইতো।কিন্তু বিভিন্ন প্রশাসন, আ:লীগ,যুবলীগ,ছাত্রলীগের নির্যাতনের কারণে তারা আমাদের সঙ্গে আসতে পারতো না।এখন একটা সুযোগ হয়েছে, সময় হয়েছে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে এবং তারেক রহমানের নেতৃত্ব কে পছন্দ করেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সব মিলিয়ে বিএনপি'র প্রতি মানুষের একটা ভালবাসা আস্থা থাকার কারণে কিন্তু প্রোগ্রামগুলো তো আসতে চায় বা যুক্ত হতে চায়। যেটা আগে পরেনি। কোনো শক্তির প্রদর্শন না, আমরা আসলে মূল মেসেজ দিতে চাই আমরা কাদের দিয়ে দল চালাতে চাই, কিভাবে দল চলবে। 

প্রসঙ্গত আরো একটি বড় শো ডাউনের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জের তিনটি সংগঠনের নেতাকর্মীরা। ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশে। আর সেই সমাবেশেই সর্বোচ্চ শো ডাউন করে নিজেদের জানান দিতে শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছে তিন সংগঠনের নেতারা।

Islam's Group