News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আহবায়ক কমিটি দিয়েই চলবে জেলা বিএনপির কার্যক্রম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১০:৪১ পিএম আহবায়ক কমিটি দিয়েই চলবে জেলা বিএনপির কার্যক্রম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি দিয়েই চলবে তাদের সাংগঠনিক কার্যক্রম। আপাতত নেতৃত্ব পরিবর্তন কিংবা সম্মেলনের আয়োজন করা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের ব্যস্ততা বেড়ে যাবে। ফলে এই নির্বাচন চলমান কমিটির নেতৃত্বেই পরিচালিত হবে। সেই সাথে বর্তমান নেতৃত্বের উপড় ভরসা করেই চলতে হবে।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আগামী কয়েক মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যার ধারাবাহিকতায় বর্তমান কেন্দ্রীয় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ঝুঁকছে। তাদেরকে জাতীয় নির্বাচন কেন্দ্রিকই বেশি ব্যস্ত সময় পার করতে হবে। ফলে এই সময়ে কমিটি নিয়ে ভাবার সুযোগ তাদের খুবই কম। যে কমিটি আছে সেই কমিটির নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে।

সেই সাথে তাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হবে। যার সূত্র ধরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির চলমান কমিটি নিয়ে বিভিন্ন মহলে নানা আলাপ আলোচনা চলমান থাকলেও এই কমিটি পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না। যারা আছেন তাদের নেতৃত্বেই আপাতত জেলা বিএনপি পরিচালিত হবে। সেই সাথে তাদের নেতৃত্ব মেনেই নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

সূত্র বলছে, বিগত প্রায় ১৬ বছর ধরেই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই ক্ষমতায় থাকা অবস্থায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারতেন না।

এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নারায়ণগঞ্জে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে নিজেদের জানান দিতে থাকেন। সেই সাথে তাদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন।

এদিকে সবশেষ আগামী বছরের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপির ব্যস্ততা শুরু হয়ে গেছে। ফলে তাদের স্বাভাবিক কারণেই নির্বাচনের দিকে মনযোগী হতে হচ্ছে। এই অবস্থায় কমিটি পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না। যেখানে যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

জানা যায়, মামুন মাহমুদকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে প্রথম যুগ্ম আহবায়ক করে ৩৩ সদস্যের নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। চলতি বছরের ২৪ মার্চ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে অন্য দুই যুগ্ম আহবায়ক হলেন মাশুকুল ইসলাম ও শরীফ আহমেদ।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নেতৃত্বাধীন আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটি বিলুপ্তির দেড় মাস পর গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে আহবায়ক করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি গঠনের দেড় মাস পর ৩৩ আহবায়ক কমিটি গঠন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির এই কমিটি ঘোষণার পর তাদের সাংগঠনিক কার্যক্রম বেশ ভালোভাবেই চালিয়ে আসছিলেন। পদে থাকা নেতারা বিতর্কমুক্তই থেকে যাচ্ছিলেন। তবে জেলা বিএনপির আহবায়ক পদে থাকা মামুন মাহমুদ বিএনপিকে তেমন একটা নিয়ন্ত্রণ করতে পারেননি।

এরই মধ্যে গত ১৫ মে জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সেই সাথে সারাদিন আটক রেখে শেষ পর্যন্ত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। যে অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো সেই অভিযোগদাতা মামলা করতে রাজী না হলেও পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

একই সাথে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে৬ বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরপরই মুহাম্মদ গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিতর্কিত হয়ে পড়ে। এই দুইজনেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে যান। ফলশ্রæতিতে কয়েক মাসের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে দেয়া হয়।

যার ধারাবাহিকতায় জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গ্রেফতারের ঘটনায় এবারের জেলা বিএনপিও বিলুপ্ত সম্ভাবনা সৃষ্টি হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত আর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে না। যারা আছেন তাদের নেতৃত্বেই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

Islam's Group