News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আব্দুল আউয়ালের তত্ত্বাবধানে হাজীপাড়া মাদরাসায় ইসলাহী জোড় শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৩০ পিএম আব্দুল আউয়ালের তত্ত্বাবধানে হাজীপাড়া মাদরাসায় ইসলাহী জোড় শুরু

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়ালের তত্ত্বাবধানে ও দাওযাতুল ইহসান বাংলাদেশের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মারকাযুল উলূম আলইসলামিয়া হাজীপাড়া মাদরাসা মসজিদে আত্মশুদ্ধিমূলক এই ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে ইতেকাফ, রোযা, যিকর-আযকার, তিলাওয়াত, আত্মশুদ্ধিমূলক নসীহত ও বিষয় ভিত্তিক বয়ান সহ বিভিন্ন আমল হবে। সেই সাথে এই ইসালাহী জোড়ে ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে হাজীপাড়া মাদরাসার শিক্ষা সচিব মুফতী মাহমুদ হাসান বলেন, ঐতিহ্যবাহী মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসা মসজিদে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ইসলাহী জোড়। এখানে থাকছে ইতেকাফ, রোযা, যিকর-আযকার, তিলাওয়াত, আত্মশুদ্ধিমূলক নসীহত ও বিষয় ভিত্তিক বয়ান। এই সুন্দর আয়োজনে সকলকে দাওয়াত দিচ্ছি নেক আমলের স্বাদ গ্রহণ করে থাকে। প্রতি বছরই মহরম মাসকে কেন্দ্র করে এই আয়োজনটি হয়ে থাকে। আমলের একটা বিশেষ প্রশিক্ষণের জন্যই এই আয়োজনটি করা হয়ে থাকে।  

Islam's Group