আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শহরের কালিরবাজার, চারারগোপ, স্বর্ণপট্টি, ফলের আড়ত, কাঁচাবাজার সহ আশেপাশের এলাকায় সিরাজুল মামুন ও দেওয়াল ঘড়ির পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে খেলাফত মজলিসের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের সদর থানা সেক্রেটারি আরিফুল ইসলাম ও সাঈদ আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :