নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য র্যাব, পুলিশ, বিজিবিকে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই আন্দোলন যেনো কার্যকর না হয়। তার মতোন এমন রক্তপিপাসু শাসক এই দেশে আর ছিল না। জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনে ২ হাজারও বেশি মানুষকে হত্যা করা হয়। যার ক্ষত এখনো রয়ে গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় এনায়েতনগর ইউনিউন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার তিন তিনটি নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে কি পরিমাণ কারচুপি করেছে আপনারা তা জানেন। ভোটারবিহীন নির্বাচন করেছে। দিনের ভোট রাতে করেছে। আমি তুমি’র ড্যামি নির্বাচন করেছে। কোনো ভোটারকে ভোট প্রয়োগ করতে দেয়নি। নিজেরাই ফলাফল তৈরি করে ঘোষণা করেছে তারা বিজয়ী। অন্যায়ভাবে তারা ক্ষমতা দখল করে রেখেছে।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি এখন। এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমাদের প্রিয় নেতা কবে বাংলাদেশে ফিরে আসবেন এবং জাতির হাল ধরবেন। আপনারা জানেন, আমাদের নেতার যোগ্যতা এখন সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয়তায় সবার উপরে।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জিএম সাদরিল প্রমুখ।
আপনার মতামত লিখুন :