নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত গ্রীন এন্ড ক্লিন কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগিয়ে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করা দম্পতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ওই দম্পতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দম্পতির হাতে উপহার হিসেবে একটি গিফট বক্স ও একটি গাছ তুলে দেন। সেই সাথে কেক কেটে তাদের মেয়ের জন্মদিন উদযাপন করেন। একই সাথে উপহার পাওয়া সেই গাছটি আবার সাথে সাথে রোপন করে দেন সেই দম্পতি।
এর আগে নারায়ণগঞ্জ শহরের জেলা পরিষদ এলাকর মো. আরিফুল ইসলাম ও আসমাউল হুসনা দম্পতি তাদের একমাত্র মেয়ে আরিবাহ্ ইসলামের প্রথম জন্মদিন উদযাপন করেন গাছ লাগিয়ে। আর এই বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নজরে আসে। সেই সাথে তাদের ডেকে নিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত করেন।
আসমাউল হুসনা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের গ্রীন এন্ড ক্লিন এই প্রজেক্টে উদ্বুদ্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা মেয়ের জন্মদিন অন্যরকম উদযাপন করবো। সমাজ এবং দেশের প্রতি প্রতিটি মানুষের দায়বদ্ধতা থেকে যায়। সে কারণেই আমরা গাছ লাগিয়ে ভিন্ন আঙ্গিকে জন্মদিন উদযাপন করি। কেক কেটে সবাই জন্মদিন উদযাপন করে এটা ভালো। তবে সমাজের দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, আমরা চাই আমাদের মেয়ে বড় হয়ে সমাজ এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াক। জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত করার জন্য। উপহার হিসেবে গাছ দেয়া আমাদের মাঝে আরও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে যেন আরও বড় উদ্যোগ নিতে পারি সেটা অনুপ্রেরণা হয়ে থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গ্রীণ এন্ড ক্লিনের প্রতি তারা উৎসাহিত হয়েছে এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকে তারা গাছ লাগিয়ে মেয়ের জন্মদিন উদযাপন করেছে; এটা মনে হয় বাংলাদেশের আর কেউ করেনি। তারা তাদের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করেছে গাছ লাগিয়ে। এরকম মানসিকতা যদি সবার মাঝে থাকে আমাদের যে উদ্দেশ্য এই শহরটাকে সবুজ করতে চাই সেটি করা সম্ভব হবে। এই পরিবারের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের যে দেশপ্রেম নাগরিক হিসেবে দায়িত্ববোধ জাগ্রত হয়েছে।
আপনার মতামত লিখুন :