News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

১৬ মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:০৫ পিএম ১৬ মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান

১৬ মামলা থেকে অব্যাহতি পেলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

২০১৩ সাল থেকে শুরু হওয়া এসব মামলার ভার কাঁধে বয়ে চলেছেন এই নেতা। ২০২৫ সালের ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আদালতের ধারাবাহিক রায় অনুযায়ী এসব মামলা থেকে মুক্তি মিলেছে তাঁর।

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “বিগত স্বৈরাচার সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে। কিন্তু ৫ আগস্ট ২০২৪ সালে তাদের পতনের পর প্রমাণ হয়েছে, এসব ছিল নিছক রাজনৈতিক প্রতিহিংসা। আল্লাহর কৃপায় আজ আমি মুক্ত। তবে এখানেই শেষ নয়। ১৬টি মামলা থেকে অব্যাহতি পেলেও এখনো আমার নামে ১৩টি মিথ্যা মামলা ঝুলে আছে। এসব মামলাও দ্রুত নিষ্পত্তি চাই, যেন আমি স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে মনোযোগ দিতে পারি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালন করলেই যদি বারবার মামলা আর হয়রানির শিকার হতে হয়, তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়। 

“আমাদের সব কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তারপরও নানা অজুহাতে মামলা হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড মানেই সমালোচনা থাকবে, কিন্তু জুলুম-নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” যোগ করেন তিনি।

Islam's Group