News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শোহাদায়ে কারবালা উপলক্ষে চুনকা কুটিরে মিলাদ ও দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:০৯ পিএম শোহাদায়ে কারবালা উপলক্ষে চুনকা কুটিরে মিলাদ ও দোয়া

পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে নকশবন্দিয়া তরিকার হযরত খাজা সৈয়দ নাজমুল হাসান নক্সবন্দ আবুল উলাইয়া (রহ.) খানকায়ে দারুল ইসকে ফাতেহা শরীফ ও দোয়া আয়োজিত হয়েছে৷

বৃহস্পতিবার ৩ জুলাই সন্ধ্যায় দেওভোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ি চুনকা কুঠিরে এ আয়োজন করা হয় ৷

এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, সহ চুনকা পরিবারের আলী আহম্মদ চুনকার নাতি জারিফ আহম্মদ চুনকা, আহাম্মদ চিশতি রাদিন। এ সময় তরিকার পীর ভাই আশেকান ভক্তবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যাক্তিবর্গরা অংশ নেয়।

পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Islam's Group