১০ জুলাই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস বরাবর ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধি জয় হাসান, দীপা নাগ তন্দ্রা, নাদিরা ইসলাম রিয়া, সাদিয়া সুলতানা জুঁথী, হৃদুয়ান ইসলাম রেজা প্রমুখ।
স্মারকলিপিতে প্রধান দাবি হিসেবে কলেজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
এছাড়াও শিক্ষা, অবকাঠামো, প্রশাসন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।
দাবিসমূহের মধ্যে রয়েছে
১.ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন দাও।
২.জুলাই গণ-আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থীদের স্মৃতি রক্ষার্থে ক্যাম্পাসগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কর।
৩. স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ কর, ডিগ্রির জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ কর। পর্যাপ্ত হল-হোস্টেল নির্মাণ কর। পরিবহন সেবার মান বাড়াও।
৪.পর্যাপ্ত শিক্ষক নিয়োগ - ক্লাসরুম নির্মাণ কর ও আধুনিকায়ন কর। শিক্ষার্থীদের ক্লাসমূখী করতে প্রয়োজনীয় উদ্যোগ নাও। লাইব্রেরী-সেমিনারে পর্যাপ্ত বই চাই।
৫. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তর পূর্ব সিদ্ধান্ত বাতিল কর। বেসরকারি কলেজে অনার্স কোর্স বন্ধ করা যাবে না। কারিগরি কোর্স চালু করা যাবে না।
৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে, সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা নিশ্চিত কর। অতিরিক্ত ফি আদায় বন্ধ কর। নামে-বেনামে ফি বৃদ্ধি চলবে না।
৭.চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি জাতীয়করণ কর ও পর্যাপ্ত বেতন-বোনাস নিশ্চিত কর।
৮. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন সার্ভার সমস্যাগুলোর (রেজাল্ট দেখা, ফর্ম ফিলআপ, রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে সার্ভার ডাউন হয়ে যাওয়া) সমাধানে সার্ভার অবকাঠামো উন্নয়ন ও নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।
৯.দ্রুত নির্মাণাধীন সকল ভবনের কাজ শেষ কর এবং নতুন একাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম বরাদ্দ দাও।
১০. হলে মেধার ভিত্তিতে প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দ দাও। হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন কর এবং দাম কমাও।
১১. সকল ডিপার্টমেন্টে মানসম্মত স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত কর।
১২.চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন করে সেবার মান বাড়াও এবং প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ নিশ্চিত কর।
১৩. প্রশ্নপত্র মান নির্ধারণ ও মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত কর।
১২. কলেজের লাইব্রেরিকে আধুনিকায়ন করো, নতুন বই-পত্র আনো ও জার্নাল নিয়মিত সরবাহ কর।
১৪. চাকরীজীবী শিক্ষার্থীদের জন্য ডিস্ট্যান্স এডুকেশন ও ওপেন লার্নিং প্রোগ্রাম চালু কর।
১৫. নতুন বাস ক্রয় করে, বাসট্রীপ বাড়াও। অডিটোরিয়াম, কমনরুম ও খেলার মাঠ সংস্কার করে মান বাড়াও।
আপনার মতামত লিখুন :