News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শামীম ওসমান হেরেছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:২৪ পিএম শামীম ওসমান হেরেছিল

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ‘পিআর’ প্রক্রিয়াকে ‘শুভংকরের ফাঁকি’ হিসেবে অভিহিত করেছেন জমিয়াতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

বুধবার (৯ জুলাই) বিকাল ৩টায় জেলা পরিষদ সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত এই দোয়া মাহফিলে বক্তারা বলেন, জনগণের ভোট ছাড়া কোনো গোপন পদ্ধতিতে সরকার গঠন করলে তা স্বাধীনতার সঙ্গে প্রতারণা হবে।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসাইন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান এবং মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও সাধারণ সম্পাদক মাওলানা মোনাওয়ার হোসাইন।

নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, বৃষ্টি শুরু হয়েছে হাটু সমান পানি, রাস্তাগুলোর অবস্থা নারায়ণগঞ্জ বসবাসের একটি অনুপোযোগী জায়গা। চাষাঢ়া মোড় পার হতে ৩৫ থেকে ৪০ মিনিট সময় লাগে।


জুনায়েদ আল হাবিব বলেন, “গত ১৫ বছর যারা রাজপথে ছিল না, আন্দোলনে অংশ নেয়নি, তাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ একটাই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। তারপর তারা বিদায় নেবে, আর আমরা সংসদে বসে ঠিক করব 'পিআর' হবে কি না হবে।”

শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, “যিনি খেলা হবে বলে বাহাদুরি দেখান, তিনি কিন্তু মুফতি মনির হোসাইন কাসেমীর কাছে ধরাশায়ী হয়েছিলেন। যদি কেন্দ্র দখল না করত, তাহলে কাসেমীই জয়ী হতেন। এবারও ইনশাআল্লাহ তিনিই বিজয়ী হবেন।”

Islam's Group