বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখুন শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মেট্টো হল সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় বৈচিত্রকে সম্মান করি, সা¤প্রদায়িকতা পরিহার করি, স¤প্রীতি বজায় রাখি।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।
তারা বলেন নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সা¤প্রদায়িক স¤প্রীতি থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে। উপস্থিত ছিলেন জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য।
আপনার মতামত লিখুন :