News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

এনায়েতনগরে সম্ভাব্য এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৩৮ পিএম এনায়েতনগরে সম্ভাব্য এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে বিসিক শাসনগাঁও শাহী মসজিদ থেকে শুরু করে মুসলিমনগর বাজার, হাবিবুল্লাহ ব্রিজ, বনশ্রী ফার্নিচার, বিসিক ১নং গেইট হয়ে বিসিক পাঁচতলা মোড় দিয়ে পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুল এলাকা পর্যন্ত গণসংযোগ করা হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সভাপতি আবুবকর সিদ্দীক, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ডা. সাইফুল ইসলাম, মুফতী ইকবাল ফারাবী, শ্রমিক মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক আবুল বাশার ও ফরহাদ হোসাইন লিটন প্রমুখ।

Islam's Group