News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

বাবুল এর উদ্যোগে ব্লিচিং ও ময়লা ফেলার বিন বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৩৩ পিএম বাবুল এর উদ্যোগে ব্লিচিং ও ময়লা ফেলার বিন বিতরণ

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে ৩শ শয্যা হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ময়লা ফেলার প্লাস্টিকের বিন, ব্লিচিং পাউডার দেওয়া হয়।

সোমবার ২৭ অক্টোবর সকালে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে হাসপাতালের ভিতরে ও বাহিরে ময়লা ফেলার প্লাস্টিকের বিন, হাসপাতালের বাহিরে ও ভিতরে ড্রেন পরিস্কার করে ময়লা স্থানান্তর করে ব্লিচিং পাউডার ছিটানো হয়। হাসপাতালের ভিতরে বিভিন্ন খাবারের দোকান উচ্ছেদ করা হয়। এবং হাসপাতালের বাহিরে সকল প্রকার খাবারে দোকানে সামনে বিন দেওয়া হয়।

এ বিষয়ে আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, ৩০০ শয্যা এই পুরনো হসপিটালে অনেক দূর থেকে রোগীরা এখানে সেবা নিতে আসেন। কিন্তু আমরা দেখতে পাই মানুষের অসচেতনার কারণে হাসপাতালটির নোংরা আবর্জনা দিয়ে ঢেকে গেছে। আমার বড় ভাই নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ হলে তিনি আমাকে দিয়ে এই হাসপাতালকে নারায়ণগঞ্জের সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি হাসপাতাল গড়ে তোলার নির্দেশ দেন। এর আগে আপনারা দেখেছেন হাসপাতালের সামনে যে ময়লার স্তুপ ছিল সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল ও ফলজ গাছ আমরা লাগিয়েছি। ময়লা পরিষ্কার করে যাওয়ার পরপরই আবারও দেখতে পাই হাসপাতালে সামনে এবং পিছনে আবারো ময়লারী স্তূপে পরিণত হয়। তাই আজকে আমরা ময়লা পরিষ্কার করে ময়লা ফেলার দিন, ডেঙ্গু প্রতিরোধে ড্রেন পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়েছি। এবং ভিতরে থাকা খাবারে দোকান কি আমরা বাহিরে স্থানান্তর করেছি। হাসপাতালের আশেপাশে যে সকল দোকানগুলো রয়েছে তাদেরকেও আমরা বিন দিয়েছি যাতে করে নির্দিষ্ট স্থানে তারা ময়লা ফেলতে পারে। এখন থেকে এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসবেন হাসপাতালটির ভিন্নরূপ দেখবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাসপাতাল তাদের চোখে পড়বে আমরা সচেতন হলেই সব কিছুকে সুন্দর করতে পারি আমরা।

Islam's Group