নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, র্যাব ১১ এবং এবং নরসিংদী কাস্টমস একসাইজ ও ভ্যাট এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি ট্যাক্স ফাকি দেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে উক্ত সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো হয় যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট হতে তুলে এনে লাগানো হয়। কোম্পানির লোকেরা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে প্রতিষ্ঠানটি প্রতি নিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছে।
এই ঘটনায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মো. মহারাজ হোসেন (৫২) কে ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।








































আপনার মতামত লিখুন :