News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই সাখাওয়াত!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১১:০২ পিএম আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই সাখাওয়াত!

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় মাদকসেবী কাছ থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা নিতে গিয়ে মারধরের শিকার হয় সদর মডেল থানার এক উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন মৃধা।

আগে সোমবার ২৭ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ২৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এসআই সাখাওয়াত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মন্ডলপাড়া এলাকায় ইতোপূর্বেও পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীরা। সেখানে প্রয়োজনীয় ফোর্স না নিয়ে একজন এএসআই ও দুইজন সোর্সকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধারের অভিযানে  যান এসআই সাখাওয়াত। এসময় সোর্সদের সঙ্গে নিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করলেও কিছুক্ষণ করে মাদক বিক্রেতার সহযোগিরা দলবদ্ধভাবে এসে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

যদিও মামলার এজাহারে এসআই সাখাওয়াত হোসেন মৃধা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে শহরের মন্ডলপাড়া ব্রীজ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করতে অবস্থান করছিল। পরে এসআই মো. জহিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও রমজান (৩৫) নামের আরেকজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৫০ গ্রাম লুজ গাঁজা উদ্ধার করি। পরে তাকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বাবুরাইল এলাকাস্থ অছিয়ত মসজিদ গলির মুখে পৌঁছালে আসামি মাহবুবের নেতৃত্বে ২০-২৫ জন দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাঁধা প্রদান করে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশ বাঁধা দিলে আসামিরা তাকে এবং এএসআই মনিরুজ্জামান মনিরকে মারধর করে এবং তাদের পরিহিত ইউনিফর্ম ধরে টানাহেছড়া করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। তখন ঘটনাস্থলের মসজিদের বিপরীত পাশ থেকে পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

Islam's Group