News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

দলের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা ধানের শীষের পক্ষে : খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:০৯ পিএম দলের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা ধানের শীষের পক্ষে : খোরশেদ

নিতাইগন্জে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও সারাদেশে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট প্রদানের আহবান জানিয়ে গণসংযোগ করেছেন মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

৪ নভেম্বর গণসংযোগ কালে খোরশেদ ব্যাবসায়ী ও লোড-আনলোড শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী দু:শাসনে বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি, আইনের শাষন পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের  করার লক্ষে তারেক রহমান  ৩১ দফার আলোকে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।

এসময় খোরশেদ  সার দেশে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

খোরশেদ আরো বলেন, আমাদের নেতা শহীদ জিয়া বলেছেন "ব্যাক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়" অতএব আমরা ব্যাক্তি স্বার্থের উদ্ধে উঠে দলের সিদ্ধান্তকে শিরোধার্য মেনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ।

খোরশেদ আরো বলেন, দলীয় মনোনয়ন একজন রাজপথের কর্মীর চূড়ান্ত মূল্যায়ন। সব কর্মীর চাওয়া দলের স্বীকৃতি। গত ১৭ বছরে আমরা অনেক জেল জুলুমের শিকার হয়েও দেশ ও দলের স্বার্থে সব সহ্য করেছি। তেমনি সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে  মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে আমাদের মেনে নিতে হবে।

Islam's Group