News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার ৫ জন কারাগারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:৪৭ পিএম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার ৫ জন কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে ৫ জনকে আটক করার পর শনিবার পুলিশ মামলা দিয়ে তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা থানাধীন রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ফতুল্লার দাপা ইদ্রাকপুর ১নং ওয়ার্ডের এনায়েত উল্ল্যাহর ছেলে ফাহিম আহম্মেদ (২৩), লালপুর এলাকার খোকন মিয়ার ছেলে আবির (১৫), কুতুবপুর ১নং ওয়ার্ডের তরিকুল ইসলাম ছেলে মো. নিরব হোসেন (১৮), মুন্সিগঞ্জ লৌহজং থানার আটিগ্রামের তুহিন মিয়ার ছেলে ফয়সাল (২০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোলপান্দি গ্রামের সাব্বির হোসেনের ছেলে অনিক আহমেদ অনিন্দা (২১)।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ জনগণ সচেতন আছেন। তারা মিছিল নিয়ে সড়কে নামতেই সাধারণ লোকজন তাৎক্ষনিক আমাকে ফোন করে জানায় এবং সকলে তাদের প্রতিরোধ করতে প্রস্তুতি নেয়। তখন দ্রুত সেখানে গিয়ে ধাওয়া করে ৫জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি ব্যানার পাওয়া যায়। এরপর আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানারসহ মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন। ব্যানারটিতে অয়ন ওসমানের নেতৃত্বে ঝটিকা মিছিল উল্লেখ ছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Islam's Group