News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পুরো কুতুবপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না হলে আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১০:১৮ পিএম পুরো কুতুবপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না হলে আন্দোলন

৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে পাগলা ইসলামিয়া বাজার গাজী ম্যানশন এর নিচে এক নাগরিক সভার আয়োজন করা হয় উক্ত নাগরিক সভায় সভাপতিত্ব করেন পাগলা পূর্বপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ডি.এম আহসান হাবীব।

নাগরিক সভায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদির, জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন কমিটির সভাপতি মাসুম আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, দ্বীন ইসলাম দিলু, গাজী আনোয়ার হোসেন, কবির হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ইউনিয়নটির আয়তন ৩৬৪৭ একর। বর্তমান জনখ্যংা প্রায় ১০ লক্ষ। ইউনিয়নের মোট ভূমির প্রায় ৩ ভাগের অংশের অনেক কম অকৃষি ভূমি রয়েছে। প্রতি বর্গকিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৬৯৯৭ জন এবং সকল পেশাজীবি মানুষদের মধ্যে ৪ ভাগের ৩ অংশের অনেক বেশি মানুষ অকৃষি পেশায় নিয়োজিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রী কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, গীর্জা, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, নৌ-বাহিনী ঘাটি, সেনাক্যাম্প, সরকারী- বেসরকারী অফিস, পার্ক, আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি।

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি গত ২০০৯ইং সাল থেকে কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় সভা সমাবেশ করে আসছেন। উক্ত সভা ও সমাবেশের স্মারকলিপি একাধিকবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মহোদয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয় কে প্রদান করেন। যাহা বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম গত ০৬/১০/২০২৫ইং তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সম্প্রসারণ সম্পর্কিত একটি স্মারক প্রদান করেন। সেখানে কুতুবপুর ইউনিয়নকে আংশিক সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করেছেন, যা কুতুবপুর নাগরিক কমিটিসহ অত্র ইউনিয়নের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করে পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইতিপূর্বে দাবি জানিয়ে আসছেন। এই এলাকার বাসিন্দা ও জনগনের দীর্ঘদিনের দাবি কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে, কোন আংশিক নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এই সিটি কর্পোরেশন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Islam's Group