News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী চলবে না : মান্নান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:০৬ পিএম সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী চলবে না : মান্নান

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এদলে কোন সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ প্রচারণায় অংশ নিয়ে সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জর নয়াআটি মুক্তিনগর সৌদী বাংলা শপিং মলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, সিদ্ধিরগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জে আর কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জবাসীর শান্তি ও উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।  

 

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে মুক্তিনগর বটতলা, মাদানীনগর, নিমাইকাশারী, সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করে ৩১ দফার লিফলেট বিতরণ করেন মান্নান। এসময় মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানকে বিভিন্ন এলাকায় ফুলের পাপড়ি ছিঁটিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির সাধারণ সমর্থকরা। আগামীতে তাকে এমপি হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

সমাবেশ ও গণপ্রচারণায় অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোওয়ান হোসেন পাপ্পু ও সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Islam's Group