News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

চনপাড়ায় যৌথ অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার আটক ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৯:০৪ পিএম চনপাড়ায় যৌথ অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া থেকে দেশি- বিদেশী অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ৩ নভেম্বর দিবাগত রাতে পূর্বাচলের আর্মি ক্যাম্পের একটি অভিযানিক দল ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযানে রবিন মিয়া (৩৪)-কে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি অত্যাধুনিক রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং হেরোইন ২২২ গ্রাম, ইয়াবা ১৫৩ পিস ও গাঁজা ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে চনপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় রবিন নামে একজনকে আটক এবং দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Islam's Group