News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মাসদাইর বক্তাবলীতে রিকশা মার্কার আনোয়ার হোসেনের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৯:১৩ পিএম মাসদাইর বক্তাবলীতে রিকশা মার্কার আনোয়ার হোসেনের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন মাসদাইর ও বক্তাবলীতে নির্বাচনী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আসর বক্তাবলী বাজার ও তৎসংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খন্দকার আনোয়ার হোসেন নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত উন্নয়নমুখী নারায়ণগঞ্জ-৪ আসন বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু, মানুষের কল্যাণে নিবেদিত এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

তিনি বলেন, ইসলামি আদর্শের সমাজ পরিচালিত করতে পারলে অন্যায়,অবিচার, জুলুম, হত্যা, লুন্ঠন ও যাবতীয় অপরাধ নির্মূল সম্ভব। এসময় আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে তিনি রিকশা মার্কায় সকলের সমর্থন প্রত্যাশা করেন।

Islam's Group