News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

শামীম ওসমান লুটপাট করেছে, আমি উন্নয়ন করতে চাই : রনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:২৫ পিএম শামীম ওসমান লুটপাট করেছে, আমি উন্নয়ন করতে চাই : রনি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমি চাই এলাকার উন্নয়ন হোক। পূর্বে যিনি এমপি ছিলেন শামীম ওসমান তিনি ১ হাজার ৩'শ কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করেছেন। ৬ হাজার কোটি টাকা দিয়ে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিয়েছিলেন কিন্তু সিঙ্গাপুরের কোন নাম গন্ধ নাই। সেই টাকা তিনি বিশ্বের কয়েকটি দেশে পাচার করেছিলেন। অথচ আমরা সামান্য কিছু টাকা খরচ করে গাবতলির জলাবদ্ধতা দূর করেছি, কল্যানী খাল পরিষ্কার করেছি। যদি আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কেউ বলতে পারে আমি মশিউর রহমান রনি চাঁদাবাজ তাহলে এ সমাজ ছেড়ে আমি চলে যাবো। আর যদি মনে করেন সমাজের উন্নয়ন প্রয়োজন তাহলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। যদি দল আমাকে মূল্যায়ন করে তাহলে দলকে আমি এ আসনটি উপহার দিবো। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নারীর ক্ষমতায়নে ৩১ দফা উন্নয়ন ও অগ্রগতির রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মাসদাইর পতেঙ্গার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর, সাবেক মহিলা মেম্বার রোজিনা আক্তার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, জেলা ছাত্রদলের সাবেক নেতা সিদ্দিকুর রহমান উজ্জল প্রমুখ নেতৃবৃন্দ।

 

Islam's Group